নিজস্ব সংবাদদাতা : পাঞ্জাবের পাঠানকোটে কর্তব্যরত আরামবাগের সেনা জওয়ানের মৃত্যু হল সহকর্মীর গুলিতে। আজ নিহত সেনাজওয়ানের মরদেহ আরামবাগের বাড়িতে পৌঁছে দেয় সেনাবাহিনীর অন্যান্য সহকর্মী ও অফিসাররা। মৃত সেনা জওয়ানের স্ত্রী কান্নায় ভেঙে পড়ে জানান, রাত্রি দুটো থেকে আড়াইটা এর মধ্যে ডিউটি থেকে ফেরার পর ঘুমানোর সময় সেনা জওয়ান গৌরিশংকর হাটিকে তার নিজের বন্দুক থেকে গুলি করে ছত্রিশগড়ের বাসিন্দা গানম্যান লোকেশ নামের অপর এক সেনা জওয়ান। আর সেই গুলিতেই মৃত্যু হয় আরামবাগের নির্ভয় পুরের বাসিন্দা সেনা জওয়ান গৌরিশঙ্কর হাটির। নিহত সেনা জওয়ানের ছেলে বলে যেদিন তার বাবা মারা গেছে সেই দিনই রাত্রিবেলা তাকে স্বপ্নে এসে তার বাড়ির লোকেদের খেয়াল রাখতে বলেছে। হাবিলদার কার্তিক দত্তা জানান অমরনাথ যাত্রার জন্য টহলদারি করার পর বাড়ি ফিরে সহকর্মীদের সঙ্গে কোন একটি ঝামেলার পরেই এই ঘটনাটি ঘটেছে অভিযুক্ত লোকেশ কে গ্রেপ্তার করা হয়েছে এবং এই ঘটনার বিভাগীয় তদন্ত চলছে।