আত্মবিশ্বাস হল আপনার অবলম্বন, যা অবশ্যই মানসিক শক্তি জোগানোর উৎস। জীবনে প্রতিটা পদক্ষেপে চাই আত্মবিশ্বাস। নারী-পুরুষ নির্বিশেষে সবারই আত্মবিশ্বাস প্রয়োজন। কারণ আত্মবিশ্বাসী মানুষ সত্যিকার অর্থে সুখী হয়ে থাকেন। উন্নতির শীর্ষে পৌঁছতে প্রথমেই আত্মবিশ্বাসী হওয়া চাই, তাহলেই জয় অবশ্যম্ভাবী।
প্রথমে নিজের কাজের প্রতি নিজের শ্রদ্ধা বোধ তৈরি করতে হবে। ঠিক করতে হবে আপনি কোন কাজ করতে পছন্দ করেন, কোনটা করেন না। নিজে যে কাজটা করবেন তা নিয়ে আত্মবিশ্বাস থাকতে হবে।
পিছনে লোকজন কী বললো তা নিয়ে একদমই চিন্তা করবেন না কারণ ,যে কোনো কাজেরই আলোচনা-সমালোচনা হবে এটাই স্বাভাবিক।এটা মেনে নিতে হবে, তাহলেই সফল হতে পারবেন।মন থেকে যা সায় দেবে তাই করুন। অন্যের মতামতের উপর ভিত্তি করে কোন সিদ্ধান্ত নেবেন না। আগে নিজে বিষয়টা নিয়ে চিন্তা করুন পরে সিদ্ধান্ত নিন।
সিদ্ধান্ত নিতে দোটানায় থাকলে আপনি মানসিকভাবে দুর্বল হয়ে পড়বেন। যা আপনার আত্মবিশ্বাসে চিড় ধরাতে। তাই বুঝে-শুনে সিদ্ধান্ত নিন।
অন্যের কথা শোনার সময় মনোযোগ ও আগ্রহ নিয়ে শোনার চেষ্টা করুন। কথা বলার সময় স্পষ্ট ভাবে বলুন। আমতা আমতা করে কথা বললে আপনার দুর্বলতা প্রকাশ পাবে।
কোনো কিছু নিশ্চিত হয়ে তবেই কথা বলুন। কারণ আপনার কথা বলার ধরণ বলে দেবে আপনি কতটা আত্মবিশ্বাসী।
কাজ করার সময় ভুল-ত্রুটি হতেই পারে, এটাকে স্বাভাবিকভাবে নিতে হবে। হতাশ বা দুশ্চিন্তাগ্রস্ত হলে চলবে না। সাহস নিয়ে চলতে হবে। জয় করতে হবে হতাশাকে।
অন্যের সফলতা হাসিমুখে গ্রহণ করা আত্মবিশ্বাসীদের একটা অন্যতম গুণ। যে কোনো পরিস্থিাত মোকাবেলা করার সাহস থাকতে হবে। সর্বোপরি নিজেকে সুখী রাখতে হবে, নিজের কাজে তুষ্ট থাকতে হবে। তাহলে আপনি হয়ে উঠবেন আত্মবিশ্বাসী।
উদ্যম আর মানসিক সাহস নিয়ে নতুন করে কাজ শুরু করতে হবে। দেখবেন আপনার জীবন আরো বেশি সুন্দর আর প্রানময় হয়ে উঠছে।
