Arambagh Times
কাউকে ছাড়ে না

জ্ঞানতাপস রাধাকৃষ্ণান সকলের প্রিয়।
বিরল এক ব্যক্তিত্ব প্রাতঃস্মরণীয় ।
দুঃখির মুখে হাসি ফোটানো ছিলো যার ব্রত।
স্বপ্নের ভারত গড়তে সদাই ছিলেন রত।
দেশের ছিলেন রাষ্ট্রপ্রধান চোখে স্বপ্ন নতুন।
‘আদর্শ শিক্ষক হয়ে সঠিক ছাত্র গড়ুন।’
বৈদগ্ধের পরিচয় জগৎসভার মাঝে
রূপকথার মতো জীবন বিশ্বে বিরাজে।
অসাধারণ মেধাবী আর পরিশুদ্ধতায়
লেখা রবে তাঁর নাম স্মৃতির মণিকোঠায়।
অতি পবিত্র তাঁর জন্মদিন ৫-ই সেপ্টেম্বর।
শিক্ষক -দার্শনিক অফুরান জ্ঞানের আকর।
তাঁর প্রতিটি পদক্ষেপ অনুসরণীয়।
আমাদের চলার পথে হোক না পাথেয় ।
মরমী এই শিক্ষাব্রতী বিরল পৃথিবীতে।
জীবনটা যার কেটেছিল কেবল পরের হিতে।
এই মণীষীর জীবনী ক’জন আর পড়ে-
আত্মার আত্তিকরন শিখবার তরে??

……………… * ………………..

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published.