বিশেষ সংবাদদাতা,গোঘাট:রামকৃষ্ণদেবের পৈতৃক বাড়ি গোঘাটের কামারপুকুর গ্রাম পঞ্চায়েতের দ্বারিয়াপুর গ্রামে ক্ষুদিরাম রামকৃষ্ণ সেবাশ্রমের ২১তম প্রতিষ্ঠাদিবস মহাধুমধামে পালিত হল।আজ ৮ই সেপ্টেম্বর সকালে রামকৃষ্ণদেব ও মা সারদার ছবি নিয়ে প্রভাত ফেরী বের হয়। তারপর পৈতৃক ভিটায় রামকৃষ্ণদেবের মন্দিরে পূজার্চনা শুরু হয়। দুপুরে প্রায় পনেরো হাজার ভক্তের প্রসাদ বিতরণ করা হয়। বিকালে ভক্তিমূলক , বাউল ও কীর্তন গান পরিবেশিত হয়। করোনা জেরে গত দুবছর এই প্রতিষ্ঠাদিবসের বার্ষিক অনুষ্ঠান বন্ধ ছিল।এ কথা জানালেন এই সেবাশ্রমের সভাপতি মাননীয় ডাঃ লক্ষীকান্ত ঘোষ। তিনি আরো জানালেন এই সেবাশ্রম অনান্য মঠের মতোই মানুষের দানের উপর নির্ভর করে চলে। এখানে প্রতিদিন প্রসাদের প্রদানের ব্যবস্হা আছে।যে কেউ অনুদান দিয়ে প্রসাদ গ্রহণ করতে পারেন।এই আশ্রমে অতিথিদের থাকার ও প্রসাদ গ্রহণ করার ব্যবস্থা আছে। নির্জন ও মনোরম পরিবেশে পরমহংসের ছোঁয়ায় এই আশ্রমটি সত্যি এক পীঠস্থান।