Arambagh Times
কাউকে ছাড়ে না

২৪শে সেপ্টেম্বর ২০২২ রিষড়া মেনকা ভবনে রিষড়ার মহিলা সংগঠন “দশভূজা” বস্ত্রবিতরন ও এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে।
এদিনের অনুষ্ঠানে মাহেশ রামকৃষ্ণ আশ্রম উচ্চ বিদ্যালয়ের শিক্ষক সুমন চক্রবর্তী, কলকাতা হাইকোর্টের আইনজীবী ঈশিতা চ্যাটার্জি, বিজয়কৃষ্ণ গার্লস কলেজের অধ্যাপিকা দিব্যারতি ঘোষ এবং দন্ত চিকিৎসক ডা.নীলাঞ্জনা দাঁর উপস্থিতি ও তাঁদের মূল্যবান বক্তব্য অনুষ্ঠান কে সমৃদ্ধ করে। “দশভুজা”র পক্ষ থেকে মহিলা, পুরুষ এবং শিশু মিলিয়ে ৬০জন অসহায় মানুষের হাতে নতুন বস্ত্র তুলে দেওয়া হয়।
এদিন অনুষ্ঠান শুরু হয় মোমেশ্রী দাঁর ‘এবার নবীন মন্ত্রে হবে জননী তোর উদ্বোধন’ এই সংগীত পরিবেশনের মধ্যে দিয়ে।এরপর একে একে “এসো মনের কথা বলি” এই গ্রুপের স্বপ্না গাঙ্গুলী, রাখি দাঁ, বিথিকা পাল,স্বর্ণালী সরদার,কুহেলী সরকার ,রিংকু গাঙ্গুলী,এবং শিল্পী চৌধুরী সমবেত আগমণী গান পরিবেশন করেন। আগমণী গান পরিবেশন করেন শ্রাবনী আশ, প্রসেনজিৎ দাঁ এবং দিব্যারতি ঘোষ। “দশভুজা”র পক্ষ থেকে সমবেত আগমণী গান পরিবেশন করেন সুজাতা মুখার্জী,পূর্ণিমা চক্রবর্তী,যমুনা দাশ, শুভ্রা দত্ত এবং মনিকা বসু রেজ। এই অনুষ্ঠানে একক সংগীত পরিবেশন করেন চন্দ্রা ঘোষ, মনিকা রেজ, আরত্রিক চ্যাটার্জী এবং দেবায়ন সাহা। সংগীতশিল্পীদের তবলায় সহযোগিতা করেন ইন্দ্রানী আশ,প্রসেনজিৎ সাহা এবং সৌমিত্র চ্যাটার্জী। জাগো দুর্গা …এই গানটির ওপর একটি অপূর্ব নৃত্যানুষ্ঠান পরিবেশন করেন প্রিয়াংকা চ্যাটার্জী। সব মিলিয়ে এই দিনের অনুষ্ঠান ছিল জমজমাট।
“দশভুজা”র স্রষ্টা ও প্রধান নেতৃত্ব ঝুমা গাঙ্গুলী বলেন, রিষড়ার মহিলাদের এই সংগঠন “দশভূজা”র জন্ম ঘটেছে মাত্র একবছর ন’মাস আগে। এর মধ্যেই এই সংগঠন দু’বার রক্তদান শিবির এবং দু’বার “বস্ত্রবিতরনসহ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন কর�

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published.