Arambagh Times
কাউকে ছাড়ে না

সুচিন্ত্য গোস্বামী : বাঁকুড়া জেলায় আদিম মানুষের গুহা!! হ্যা , ঠিক তাই। এই গুহার জলজ্যান্ত সন্ধান পাওয়া মাত্রই খাতড়া রীতিমতো সরগরম, হৈচৈ পড়ে গেছে সর্বত্র। খাতড়া শহর থেকে কয়েক কিলোমিটার দূরে সাহেব বাঁধ । সেখান থেকে পায়ে পায়ে যেতে হবে পোড়া পাহাড়। সেই পাহাড়েই আদিম মানুষের গুহা আজও অক্ষত অবস্থায় রয়েছে। এলাকার সাধারণ মানুষজন জানাচ্ছেন এইগুহা দীর্ঘদিন ধরে তারা দেখে আসছেন, কিন্তু এর পিছনে যে এত তথ্য এত ইতিহাস আছে তার তারা অনুমান করতে পারেননি।
পোড়া পাহাড়ে অবস্থিত গুহার ভিতর প্রায় ১০০ ফুট লম্বা এবং ভিতরে রয়েছে সাতটি কুঠুরি যেখানে মনে করা হচ্ছে মানুষজন এই কুঠুরিতেই বসবাস করত। খাতড়া শহর থেকে আনুমানিক ৭ কিলোমিটার দূরে অবস্থিত এই পোড়া পাহাড়। এই পাহাড় ঘিরে রয়েছে মনোরম দৃশ্যও। সরকারি ভাবে অনুসন্ধান চালালে হয়তো বা আরও অনেক না জানা তথ্য এখান থেকেই উঠে আসবে।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published.