Arambagh Times
কাউকে ছাড়ে না

দেশে জন্ম গ্রহণ না করে ও ভারত ও ভারতবাসীকে  যিনি আপন করে নিয়েছিলেন নিবেদিতা তাদের মধ্যে অন্যতম । স্বামী বিবেকানন্দের মন্ত্র শিষ্যা ও তাঁর আদর্শ রূপায়ণের নিরলস একনিষ্ঠ কর্মী বিদেশিনী মার্গারেট এলিজাবেথ ভারতবাসীর কাছে হয়ে ওঠেন সত্যিকারের ভগিনী নিবেদিতা ।পরাধীন ভারতবর্ষে যেখানে মানুষ পরাধীনতার নাগপাশে আবদ্ধ ,অশিক্ষা ও কুসংস্কারের বেড়াজালে জর্জরিত , দারিদ্র্য যখন মানুষের নিত্যসঙ্গী তখন স্বামী বিবেকানন্দের আদর্শে অনুপ্রাণিত হয়ে মানুষের সেবায় তিনি যেভাবে নিজেকে নিয়োজিত করেছিলেন তা আমাদের বিস্মিত করে । স্বামীজী তাঁকে বলেছিলেন, ভবিষ্যৎ ভারত সন্তানদের কাছে তুমি একাধারে জননী, সেবিকা ও বন্ধু হয়ে ওঠে। তিনি স্বামীজীর কথা রেখেছিলেন।ভারত পুনর্গঠনে তাঁর ভূমিকা অবিস্মরণীয়। প্রত্যেক ভারতবাসীর তাঁকে স্মরণ ও শ্রদ্ধা জানানো উচিৎ।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published.