Arambagh Times
কাউকে ছাড়ে না

নিজস্ব সংবাদদাতা: সব কিছু ঠিক থাকলে আগামী ১৫ নভেম্বর আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালের শুভ উদ্বোধন হতে যাচ্ছে। হুগলি জেলার কৃতি সন্তান,কোলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে প্রথম শব ব্যবচ্ছেদকারী মধুসূদন গুপ্তকে ঐ দিন স্মরন করা হবে। খুব ভালো কথা। কিন্তু এতে আমজনতার কি লাভ? সাধারণ মানুষজন চায় সঠিক ও সার্বিক চিকিৎসা পরিসেবা। একই ছাতের তলায় অবস্থিত মহকুমা হাসপাতাল, সুপার স্পেশালিটি হাসপাতাল। অথচ আজ পর্যন্ত সুপার স্পেশালিটি হাসপাতালে সুষ্ঠু চিকিৎসা পরিসেবা নিয়ে মানুষের মধ্যে ক্ষোভের সীমা নেই। অধিকাংশ রোগের না আছে চিকিৎসক, না আছে ওষুধ। প্যাথলজি, এক্সরে পরিসেবা অত্যন্ত নিম্নমানের, চিকিৎসকরা চোথা কাগজে বেসরকারি ডায়গনস্টিক সেন্টারে পরীক্ষা করাতে লিখে দেন।, সরকারি এম্বুলেন্স পরিসেবার কোনো ব্যবস্থা নেই, বেসরকারি এম্বুলেন্সই ভরসা। না আছে চিকিৎসক, না আছে উপযুক্ত স্টাফ। নেই চিকিৎসা উপোযোগী যন্ত্রপাতি। রটনা আছে , সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি হলে বেঁচে ফেরার সম্ভাবনা ক্ষীণ। বহু বেড পড়ে থেকে থেকে জং ধরে গেছে, এদিকে রুগীরা মেঝেতে কম্বলে পড়ে থাকে। চারপাশে জমা জল মশার আতুড় ঘর। এই অবস্থায় মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে আদিখ্যেতা করে যারা গলা ফাটাচ্ছে, গর্বে আত্মহারা হচ্ছে, তারা একটু সবুর করুন, একটা মেডিকেল কলেজ হাসপাতালে যা যা পরিসেবা প্রয়োজন সবকটি পুরন হওয়া পর্যন্ত অপেক্ষা করুন।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published.