Arambagh Times
কাউকে ছাড়ে না

ধর্মতলায় গান্ধীমূর্তির নীচে রোদে পুড়ে জলে ভিজে শীতে কেঁপে খোলা আকাশের নীচে যুব ছাত্র অধিকার মঞ্চের ব্যানারে শিক্ষিত যোগ্য শিক্ষক-শিক্ষিকা পদপ্রার্থীদের যে ধর্ণা চলছে তা 606 তম দিন পেরোলো। হৃদয় গলেনি মুখ্যমন্ত্রীর। বারবার তার পুলিশ ধর্ণারত চাকরি প্রার্থীদের উপর বর্বরোচিত আক্রমণ করেছে। এতেও হয়নি, এবার শুরু করেছে পৈশাচিক ভাবে কামড় বসিয়ে অত্যাচার। পুলিশের এই নির্মমতায় শিউরে উঠেছে সুধী সমাজ। দিকে দিকে পুলিশ মন্ত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ দাবি উঠেছে। এরই মধ্যে সহানুভূতি জানাতে এসেছিলেন কোলকাতা সুবার্নান বাইক ট্যাক্সি অপারেটররা ইউনিয়ন এর সভাপতি শান্তি ঘোষ সহ তাদের প্রতিনিধিরা। পাশাপাশি ধর্ণা মঞ্চের চাকরি প্রার্থীদের সমর্থন জানাতে বর্ধমান জেলার বিধান প্রামাণিক নামে একজন সমাজসেবক এসেছিলেন। তিনি দীর্ঘদিন ধরে ধর্ণায় বসে থাকা চাকরি প্রার্থীদের চুল দাড়ি কামিয়ে দিলেন এবং আগামী দিনে তাদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন। বিধান প্রামাণিক পেশায় নাপিতের কাজ করলেও সমাজসেবামূলক কাজের সাথে যুক্ত এমনটাই জানা যাচ্ছে। পাশাপাশি আজকে দিনে ধর্ণা মঞ্চে এসেছিলেন প্রখ্যাত কবি মন্দাক্রান্তা সেন । তিনি চাকরি প্রার্থীদের পাশে দাঁড়িয়ে নৈতিক সমর্থন জানিয়েছেন এবং ধিক্কার জানিয়েছেন পুলিশ মন্ত্রীকে ‌। তিনি অবিলম্বে পুলিশ মন্ত্রীর পদত্যাগ দাবি করেছেন। ধর্ণা মঞ্চ থেকে সরাসরি তাদের বক্তব্য গুলি তুলে ধরা হলো।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published.