কলম টা আজ, ভীষণ প্রতিবাদী
তাই কাগজ তলে, রাগ ঝেড়েই ফেলি…
কিছু জন তো আবার, ক্ষমতার পা চাটা
তাদের কলম, কবিতার সাথে আজ করেছে আড়ি!
আমাদের কলম সর্বদা প্রতিবাদী
প্রতিবাদ, না করে কি থাকতে পারি!
তাহলে কি সমাজের রক্ষক আজ ভক্ষকের ভূমিকায়?
অভিযোগে কামড়াকামড়ি, কখনো টেনে হেঁচড়ে তোলা…
রাজপথে অসহায় ভূলুণ্ঠিত নারী!
