নিজস্ব সংবাদদাতা: গোঘাট পঞ্চায়েতের বেনেপুকুর আশুদতলা থেকে খেলাদিঘি আদিবাসী পাড়া পর্যন্ত ঢালাই রাস্তার উদ্বোধন করলেন সাংসদ অপরূপা পোদ্দার। আরামবাগ সাংসদের তহবিল থেকে প্রায় ১২ লক্ষ টাকা ব্যয়ে গোঘাট পঞ্চায়েতের উদ্যোগে নির্মিত হয়েছে এই রাস্তা। বিরসা মুন্ডার জন্মদিবসে এই রাস্তার উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোঘাট ১ ব্লকের বিডিও, পঞ্চায়েত সমিতির সভাপতি, বিভিন্ন পঞ্চায়েতের প্রধানরা, কর্মাধ্যক্ষগন, পঞ্চায়েত সদস্যরা সহ আরো অনেকে।