সুশান্ত দাস: আরামবাগে প্রথম মেডিকেল কলেজ এবং হাসপাতাল নির্মাণের কাজ প্রায় শেষ পর্যায়ে। আরামবাগের গান্ধী প্রয়াত মুখ্যমন্ত্রী প্রফুল্ল চন্দ্র সেনের নামাঙ্কিত এই মেডিকেল কলেজ এবং হাসপাতালে বুধবার ১৬ ডিসেম্বর ২০২২ থেকে ২০২৭ শিক্ষা বর্ষের পঠনপাঠন এর মধ্যে দিয়ে কার্যত সুচনা হয়ে গেলো আরামবাগের মুকুটে আরো একটি নয়া ফলক মেডিকেল কলেজ হাসপাতালের। জানা গেছে, এই মুহূর্তে ৮৩ জন ডাক্তারি পড়ুয়াকে এই মেডিকেল কলেজ হাসপাতালের প্রিন্সিপাল ডাঃ রামপ্রসাদ রায় সহ ২০ জন শিক্ষক শিক্ষিকা শিক্ষা দান করবেন। প্রদীপ প্রজ্জ্বলন এর মাধ্যমে শপথ নিয়ে এই কলেজের প্রথম ব্যাচের শিক্ষার্থীদের ভবিষ্যত চিকিৎসক হিসেবে নিজেদের গড়ে তোলার সূচনা পর্ব শুরু হয়ে গেল।