নিজস্ব সংবাদদাতা: জগদীপ ধনখড়ের পর বাংলার অস্থায়ী রাজ্যপাল হিসেবে ছিলেন লা গণেশন। মণিপুরের রাজ্যপাল লা গণেশন বাড়তি দায়িত্ব হিসেবে বাংলার রাজ্যপালের পদে ছিলেন। তবে বৃহস্পতিবার রাষ্ট্রপতি ভবন থেকে ঘোষণা করা হল, বাংলায় স্থায়ী রাজ্যপাল ড: সিভি আনন্দ বোস। যদিও তিনি বাঙালি নন, কেরলের বাসিন্দা তিনি। তবে তার সঙ্গে যেন বাংলার আত্মিক যোগ রয়েছে। বাংলার নতুন রাজ্যপাল বইও লেখেন। অনেক বই বেস্ট সেলারও।
গোটা ভারতের কাছে বাংলার পরিচিতি সাহিত্য, কলা ও সঙ্গীত কিংবদন্তিদের জন্যই। রবীন্দ্রনাথ ঠাকুর থেকে শুরু করে সত্যজিৎ রায়ের লেখা ও ছবি দিয়েই অনেক ভারতবাসী এমনকি বিদেশীরাও পশ্চিমবঙ্গের সংস্কৃতির সঙ্গে পরিচিত হন। নতুন রাজ্যপালের ক্ষেত্রেও যেন তেমনটাই হল। ইংরেজি, হিন্দির ও মালয়ালমে ছোট গল্প, কবিতা, উপন্যাস লিখেছেন সিভি আনন্দ বোস।
প্রাক্তন আইএএস হিসেবে তিনি একাধিক দায়িত্ব সামলেছেন। মেঘালয় সরকারের মুখ্য পরামর্শদাতাও ছিলেন। বলা বাহুল্য, লা গণেশনের সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বেশ ভালো সম্পর্ক গড়ে উঠছিল। সেই কারণেই কেন্দ্রের বিজেপি সরকার কিছুটা অসন্তোষ বলে মনে করা হচ্ছে। সেই কারণেই তড়িঘড়ি বাংলার নয়া রাজ্যপাল ঘোষণা করা হল। এখন দেখার এটাই নয়া রাজ্যপাল সি ভি আনন্দ বোসের সঙ্গে শাসক দল তৃণমূলের সম্পর্ক কেমন হয়।
