সুশান্ত দাস : সারা রাজ্যজুড়েই চলছে দুয়ারে সরকার কর্মসূচি আর তারই সঙ্গে চলছে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের টেস্ট পরীক্ষাও। একই স্কুলে একই সঙ্গে পরীক্ষা এবং দুয়ারে সরকারের কর্মসূচি চলায় অভিভাবকরা উষ্মা প্রকাশ করেছেন। এইরকমই ঘটনা ঘটেছে আরামবাগ উচ্চ বালিকা বিদ্যালয়ে এখানে একই সঙ্গে চলছে দুয়ারে সরকার কর্মসূচি এবং তারই অঙ্গ হিসাবে চলছে বাউল গানের মাধ্যমে বিভিন্ন সরকারি প্রকল্পের প্রচার। আর তারই সঙ্গে রুটিন মেনে চলছে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের টেস্ট পরীক্ষা। আর এই ঘটনা দেখার পর অনেক অভিভাবক ক্ষোভের সঙ্গে জানাচ্ছেন পরীক্ষার মতো একটি গুরুত্বপূর্ণ বিষয়কে এইভাবে গুরুত্ব না দেওয়ার বড় ফল হয়তো ভোগ করতে হতে পারে ছাত্র-ছাত্রীদের। কারণ পরীক্ষা মানেই একটা শান্ত পরিবেশের প্রয়োজন হয় সেখানে অনেক সংখ্যক মানুষ যদি ঢুকে পড়েন এবং তারই সঙ্গে যদি বাউল গানের মতো একটি অনুষ্ঠান চলতে থাকে তাহলে ছাত্রছাত্রীদের মনো সংযোগ বিঘ্নিত হতে পারে এবং ফলাফলে তার প্রভাব পড়তে পারে।