আজকের সমাজের একমাত্র সত্যিকারের নায়ক
তোমার উদ্যোগে, সত্য আর ন্যায়-নিষ্ঠা গর্বিত
তোমায় কুর্নিশ জানাই, ওহে সত্য সুরের গায়ক।
চারিদিকে সমাজের চিত্তবৃত্তি কদর্য ভীষণ
অন্ধকার গলিপথ, সবাই দিশেহারা
হচ্ছে ক্ষমতার অপব্যবহার, রয়েছে স্বজনপোষণ।
রাজপথে হকের দাবিতে, অনুরণিত আর্তনাদ
মূক ও বধির নিয়োগ ব্যবস্থা
নড়েচড়ে উঠছেও না, হয়েছে তার গেঁটে বাত।
আকাশে বাতাসে কেবল বেকারত্বের হাহাকার
বয়স বাড়ছে, মাথার চুল উঠছে
সাজানো স্বপ্ন ও সম্পর্কগুলি হঠাৎ ছাড়খার।
তলানিতে নামছে, শিক্ষা ব্যবস্থার মানদন্ড
যত সব অযোগ্যরাই শিক্ষাক্ষেত্রে
বুদ্ধিজীবীরা, বিকিয়েছে মেরুদন্ড।
চারিদিকে শুধু স্বার্থপরতার খেলা
হামবড়া, আমি সমাজ গড়ার কারিগর
ভেতরে যত খুশি লুটপাট, হচ্ছে ভোগের মেলা।
এহেন অবস্থায়, তুমি দেবদূত
যুব সমাজের রোল মডেল
সমাজ আবার সততার পথে চলুক, তুমি অদ্ভুত।