নিজস্ব সংবাদদাতা: সিঙ্গুর থানার অধীন মহামায়া স্কুলের কাছে সিঙ্গুর ক্লাব মাঠে হুগলি জেলা গ্রামীণ পুলিশ ১১ বনাম হুগলি প্রেসক্লাব ১১-এর মধ্যে বন্ধুত্বপূর্ণ ক্রিকেটের আয়োজন করা হয়েছিলো শনিবার৷ হুগলি জেলা গ্রামীণ পুলিশ সুপার আমনদীপ সিং, অতিরিক্ত সুপার সৌম্যদীপ ভট্টাচার্য, এসডিপিও আরামবাগ অভিষেক মণ্ডল এই খেলায় অন্যান্যদের সাথে অংশ গ্রহণ করেন। হুগলির প্রেসক্লাবের সাংবাদিকরা প্রেস ১১-এর পক্ষ থেকে খেলোয়াড় হিসেবে অংশগ্রহণ করেন। পুলিশ ১১ প্রথমে ব্যাট করে ১২ ওভারে ১৪০ রান করে। দ্বিতীয় ইনিংসে প্রেসক্লাব অফ হুগলি একাদশের খেলোয়াড়রা মাত্র ৪৭ রানেই পুলিশের কাছে হার মেনে নিতে একপ্রকার বাধ্য হয়। খেলোয়াড় সুলভ মেজাজে খেলে আরামবাগ এসডিপিও অভিষেক মন্ডল উপস্থিত দর্শকদের সবার মন জয় করে নেন এবং সেরা খেলোয়াড় হিসেবে তাঁকে “ম্যান অফ দ্য ম্যাচ” ঘোষণা করা হয় ও ম্যান অফ দ্য ম্যাচ ট্রফি দেওয়া হয়। চন্ডীতলা থানার ইনচার্জ সুদীপ্ত সাধুখাঁ দাপটের সঙ্গে খেলে এক ওভারে ৩ উইকেট নিয়ে পুলিশ একাদশকে জয়ের লক্ষ্যে পৌঁছে দেন। অতিরিক্ত আত্মবিশ্বাসের ফলে এবং খেলোয়াড়োচিত মনোভাবের অভাবে সাংবাদিকদের জয়ের পরিকল্পনা শুরুতেই ভেস্তে যায়। খেলার ফলাফল ঘোষণার পর, গ্রামীণ পুলিশ সুপার আমনদীপ সিং বলেন, সব খেলাতেই জয়-পরাজয় আছে। জেতার স্বপ্ন নিয়েই প্রতিটি খেলোয়াড় মাঠে প্রবেশ করেন। সাংবাদিকদের তরফে এই খেলায় অংশ নেওয়া সহ-অধিনায়ক বিধান সরকার বলেন, প্রতিটি খেলায় জয়-পরাজয়ের সিদ্ধান্ত নেওয়া হয়, আমাদের হতাশ হওয়া উচিত নয়, আমরা যাতে আরও ভালো পারফর্ম করতে পারি সেদিকে নজর দিতে হবে। ফিটনেস নিয়ে উদ্বেগ প্রকাশ করে বিধান সরকার বলেন, পরাজয়ের সবচেয়ে বড় কারণ আমাদের ফিটনেস, সাংবাদিক ও পুলিশ প্রশাসন ২৪ ঘণ্টা তাদের কাজে সজাগ থাকে, সেখান থেকে কিছুটা সময় বের করে আমাদেরও উচিত আমাদের ফিটনেসের দিকে নজর দেওয়া। সাংবাদিক ও পুলিশের বন্ধুত্বের এই ম্যাচটি স্মরণীয় হয়ে থাকবে।