নিজস্ব সংবাদদাতা: খানাকুল এলাকার চাষীদের বিভিন্ন সমস্যা বিশেষ করে দ্রুত বোরো বাঁধ নির্মাণ, গরিব মানুষদের প্রধানমন্ত্রী আবাস যোজনার লিস্ট থেকে যাতে কোনোভাবেই নাম বাদ দেওয়া না হয়, আবাস যোজনায় যাতে কোনো দলমত ভেদ না করা হয়, সারের ও বীজ আলুর ভয়ঙ্কর রকমের কালোবাজারি চলছে বলে সর্বত্র অভিযোগ। কালোবাজারিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে, সেইসঙ্গে চক্রপুর থেকে হীরাপুর রাস্তার দ্রুত মেরামত করতে হবে, জবকার্ডে চোরেদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে এছাড়াও বিভিন্ন দাবিকে সামনে রেখে বিধায়ক সুশান্ত ঘোষের নেতৃত্বে বিজেপির কর্মীরা খানাকুল ২ নং ব্লকে ডেপুটেশন দিয়েছেন।