সৃষ্টির শ্রেষ্ঠ জীব মানুষ আমরা ধরণীতে
মানবতা নেইকো মোদের জীবন তরীতে,
ভেজালে ছেয়ে গেছে নিত্য প্রয়োজনীয় পণ্য
নকল খাদ্য ব্যবহারে রোগে সবাই জরাজীর্ণ।
শিশুর খাদ্য দুধ ডিমে ভেজাল- নেইকো দয়ামায়া
সকল পণ্যর মূল্য বাড়িয়েও গুণের নেই ছায়া।
রোগ সারানোর ঔষধ সেখানেও রয়েছে ভেজাল
রাষ্ট্রীয় নীতিমালা আইনী শাসন সবই উঠেছে চাতাল।
নীতিহীন ব্যবসায়ীদের সাথে প্রশাসন তাল মিলিয়ে
মোটা অংকের টাকার বিনিময়ে মনুষত্ব দিচ্ছে বিকিয়ে।
রাজনীতির মঞ্চে নেতা ডিজিটাল যুগের গুণ গাইছে
অতীত সভ্যতার মানবতা চোরাবালিতে কাতরাচ্ছে।
কষ্টার্জিত টাকা দিয়ে খাদ্য- পথ্যর মাঝে বিষ কিনে
জটিল কঠিন রোগে ধুকে ধুকে মরছে প্রতিকার বিনে।
সুজলা সুফলা সোনার বাংলা সত্যি হয়েছে প্রতিষ্ঠিত
মানবতার দুয়ার খুললেই বাঙালি হবে স্বয়ং সম্পূর্ণ।
কুত্রিম দুধ ডিম, ছাইয়ে রং দিয়ে হলুদ এমন অসংখ্য ভেজাল
হাজার হাজার কোটি টাকা পাচার, টাকা, সোনা, পণ্য জব্দ,
সংবাদপত্র মিডিয়াতে হাজারও দূর্নীতির খবর দেখতে পাই
পরবর্তীতে সে সব খবর ক’দিন পরেই দেখি আর নাই।
শিক্ষা সভ্যতা আধুনিকতায় যতই আমরা বলিয়ান হই
জীবন চলার প্রেক্ষাপটে মানবিক গুণে গরিয়ান নই।
ব্যবসার নামে মানুষ মারি মনুষত্বকে দিয়ে জলাঞ্জলি
বিজয় দিবসে দেশপ্রেমিকদের দেই মেকী শ্রদ্ধাঞ্জলি।