নিজস্ব সংবাদদাতা: ভোজন রসিকদের জন্য সুখবর আরামবাগের বুকে নতুন পালক এবার “বংপিজ্জা “। আরামবাগ লিংক রোডে রাস্তার ধারেই চোখ জুড়ানো পরিবেশে বাংলার পুরোনো দিনের রাজবাড়ীর ঐতিহ্যের কিছু ঝলক, সঙ্গে উত্তম-সুচিত্রার বিভিন্ন মূহুর্তের ছবি দিয়ে সাজানো বসার জায়গা, অটো, ঠেলা গাড়ির অনুকরণে বসার জায়গা, খিড়কি জানালার টেবিল, কাঁসার থালায় সাজানো খাবার, দেওয়ালে তৈলচিত্র, পুরোনো দিনের ঐতিহ্যবাহী রেকর্ড প্লেয়ার ও টেলিফোন, খাবার ফাঁকে পড়তে চাইলে লাইব্রেরী এমনই মনোমুগ্ধকর পরিবেশে সুস্বাদু রকমারি পিজ্জা ও অন্যান্য বিভিন্ন স্বাদের নানান নামের খাবার নিয়ে “বংপিজ্জা” তার ছয় নং শাখা খুললো। উদ্বোধন করলেন পৌর প্রধান সমীর ভান্ডারী, উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়ক কৃষ্ণচন্দ্র সাঁতরা, কাউন্সিলর বিশ্বনাথ চ্যাটার্জী সহ এলাকার বহু বিশিষ্ট মানুষজন। সামনে বড়ো স্কিনে তখন চলছে উত্তম কুমারের মৌচাক সিনেমা। সব মিলিয়ে নস্টালজিক হয়ে যেতেই হবে এখানে এলে। আর এই পর্যন্ত পড়ে যদি কেউ ভাবেন প্রচুর দাম, না, একেবারেই নাগালের মধ্যে। বিস্তারিত জানালেন বংপিজ্জার কর্নধার দেবাশিস মাইতি। সেই সঙ্গে উপস্থিত অতিথিদের অভিব্যক্তি থেকেই স্পষ্ট বংপিজ্জা দ্রুত আরামবাগ ও তৎসংলগ্ন এলাকার মানুষজনের প্রত্যাশা পূরণ করতে অগ্রণী ভূমিকা নেবে।