Arambagh Times
কাউকে ছাড়ে না

নিজস্ব সংবাদদাতা: খানাকুলের রাজা রামমোহন রায়ের ভিটে থেকে দিল্লি পায়ে হেঁটে যাত্রা শুরু করলেন গোলাপ সুন্দরী ওরফে দেবাশিষ মুখোপাধ্যায়। ইনি খানাকুলের মাঝপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং আরামবাগ থানার তিলকচক গ্রামের বাসিন্দা। দেবাশীষ বাবু বহুরূপী সেজে সমাজের বিভিন্ন বিষয়ে স্কুলের ছাত্র ছাত্রীদের ও সাধারণ মানুষজনকে সতর্ক করার কাজে ব্রতি হয়ে ইতিমধ্যেই সুপরিচিত। বহুরূপী সাজে গোলাপ সুন্দরী বলে তাঁকে এক ডাকে চেনা যায়। তিনি অনেক দিন থেকেই দাবি জানিয়ে আসছিলেন ভারতবর্ষে সর্ব প্রথম রেল যাত্রী রাজা রামমোহন রায়, তাঁর জন্মভূমি খানাকুল আজও রেল থেকে বঞ্চিত। রবিবার তিনি খানাকুলের রাজা রামমোহন রায়ের ভিটে থেকে দিল্লি পায়ে হেঁটে যাত্রা শুরু করলেন একগুচ্ছ দাবি নিয়ে। তার মধ্যে অন্যতম খানাকুলে রেল চালু করা, শিশুদের যৌন নিগ্রহ রোধে এবং বাল্য বিবাহ প্রতিরোধে সরকারের দৃষ্টি আকর্ষন করার পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা। প্রায় পনেরোশো কিলোমিটার দীর্ঘ পথ তিনি পায়ে হেঁটে চল্লিশ পঁয়তাল্লিশ দিনের মধ্যে শেষ করতে চান।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published.