Arambagh Times
কাউকে ছাড়ে না

নান্দনিক প্রচ্ছদ, অনবদ্য ভাবের আবিষ্টতায় সমৃদ্ধ। সবুরে মেওয়া ফলের প্রভাব রয়েছে গোটা পত্রিকায় ছড়ানো। বিশেষত্ব সূচি সজ্জায়।প্রবন্ধ -কবিতা- ভ্রমন ক্রমশ গল্পের বিন্যাসে মৌলিকত্ব ও আত্ম বিশ্বাসের ছড়াছড়ি। মূল্যবান প্রবন্ধ “অবনীন্দ্রনাথ ঠাকুর একটি পর্যালোচনা “তথ্য সমৃদ্ধ ও সুগঠিত বিন্যাসে উন্মোচিত নতুন সম্ভার।সমাজ “সাহিত্যে নারীবাদ ও নারী বৈষম্য একটি পর্যালোচনা “য় গভীর ও সমৃদ্ধ তথ্যরাজীতে নতুন দিগন্তের প্রকাশ। জীবন ব্যাপী হতাশার, নৈরাশ্যবাদীতার দলিল “ভালো- শেষ কোথায়।” স্বর্ণযুগ থেকে বর্তমান সময়ের এক স্বপ্ন মধুর আলোকপাত।”সুস্থ শরীর সুস্থ মন সঙ্গে নৈতিক যোগ” এ কিছু কিছু ভালোর কথা ছড়ানো ছিটানো। “আরামবাগ মহকুমায় শিক্ষার পুরোধা আদর্শ জননেতা ডাঃ রাধাকৃষ্ণ পাল” এতদঞ্চলের প্রতিটি মানুষের জন্য একটি স্মরণযোগ্য জ্ঞাতব্য দলিল।রাধাকৃষ্ণ পালের প্রতি শ্রদ্ধাঞ্জলী তে একটি অনবদ্য উপস্থাপন। “প্রদর্শনী তে সাগর তর্পণ” আসলে দেখার সুযোগেই সার্থকতা পাবার বিষয়।প্রবন্ধে কেবলমাত্র তার সংগ্রহের সংগ্রামের বার্তা।তবুও অনেক অজনা তথ্যের সম্ভারে সমৃদ্ধ বলে একনজরেই বেশ বোঝা যায়। “নিষিদ্ধ কথা” ও বেশ মজাদার। উপস্থাপনে ও বেশ স্বতন্ত্র ভঙ্গিমা নজর কাড়ে।”নিবেদন সাড়ে তিন” এ জাজ্বল্যমান সমস্যা,অতি সংবেদনশীল ভাবে প্রকাশের চেষ্টা। “পূজো পূজো গন্ধ” তে কেবল মাত্র একটি স্বপ্ন মেদুর স্মৃতি চারণ। “দশভুজা মা” হয়তো ঠিক প্রবন্ধ নয়, মিষ্টি গল্পের ছলে নিবন্ধিত মধুর কৃতজ্ঞতায়,সদর্থক মননশীলতার উদাহরণ।”ইতিহাস- সাহিত্য -সংস্কৃতি -ক্রীড়াক্ষেত্রে কাবুলের সঙ্গে বাঙলার সম্পর্ক ” তে একাধারে অনেক তথ্যই সন্নিবেশিত। উপস্থাপন ও বেশ মজাদার।
“দেবেশ ঠাকুরের কবিতা”টি অনবদ্য সুন্দর। আরো দু একটি কবিতা মনে বেশ রেখাপাত করে যায়।আসলে ছোটো পত্রিকায় নবীন প্রজন্ম সুযোগ না পেলে ভবিষ্যৎ সমৃদ্ধির পথ রূদ্ধ হয়ে যায়।সে হিসাবে এ পত্রিকার সম্পাদকের ঔদার্য নমস্যই।
“অসম ভ্রমণ স্বপ্নেদেখা উমানন্দ”র বিন্যাস ভঙ্গিমা টি বেশ নজর কাড়ে।
“রবিবার” গল্প টির মধ্যে রয়েছে খ্যাতনামাদের গল্পের প্রকট ছায়া।তবুও, এমন হতেই পারে।তবে প্রেক্ষাপট নির্বাচন ও শেষের দৃশ্য সুন্দর। “রং “বেশ রস সিক্ত মিষ্টি প্রেমের উপাখ্যান। বাস্তবানুগ না হলেও একটি জলন্ত সামাজিক সমস্যা।”ওটা দিতে হবে” সমাজে পন প্রথা ও জটিল মনস্তত্বের সুন্দর গল্প। “সৃষ্টি সুখ “ঠিক গল্প হয়ে ওঠেনি, তবে সমস্যাটি অতি মাত্রায় বাস্তবানুগ। “স্বপ্ন দেখা মানা “র প্রেক্ষাপট বিন্যাস যথেষ্ট ভালো,পরিনতি ও স্বাভাবিক ।
সব মিলিয়ে শ্রম নিষ্ঠ একটি অনবদ্য সুন্দর ছোট পত্রিকার সার্থক উত্তোরণ।
৷ ৷৷ ৷৷ ৷৷৷ –ঃ–৷৷৷ ৷৷৷৷৷

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published.