Arambagh Times
কাউকে ছাড়ে না

শস্য শ্যামলা বসুন্ধরা — কবি এই বাংলার মাটির রূপ রস গন্ধ অনুভব করে ভেবে ছিলেন সেই কবে!! সে কবিও আজ নেই, সেই বসুন্ধরাও আজ বিষাক্ত। আমরা স্বাধীনতা প্রাপ্তির কয়েক বছর যেতে না যেতেই সাধারণ মানুষজন অনুভব করতে শুরু করি আমাদের সব স্বপ্ন মিথ্যের উপর দাঁড়িয়ে আছে। ধিরে ধিরে সময় যত এগিয়েছে আরও অনেক বেশি তিক্ত অভিজ্ঞতা শুরু হয়, আমাদের জীবন বিষময় হয়ে ওঠে। আমরা নীলকন্ঠ হতে থাকি। খাদ্যে, পানীয়তে, জীবন বাঁচাতে ওষুধে – পথ্যে, পোশাকে, শাসন ব্যবস্থায়, এমনকি ভাষা প্রয়োগেও শুধু বিষ বিষ আর বিষ। আর এখন তো রে দিকে তাকায় এতো ভুয়ো, যে কোনটা সঠিক কোনটা আসল বুঝতে হিমসিম অবস্থা! ভুয়ো ডাক্তারের রেশ কাটতে না কাটতেই ভুয়ো শিক্ষকের নামের লিস্ট প্রকাশ হয়ে গেলো, সেই রেশ যখন দানা বাঁধতে শুরু হয়েছে সবে, আরও নাকি ভুয়ো শিক্ষকের নাম প্রকাশ করা হতে পারে, ঠিক এই সময়েই আবার ভুয়ো। এবার ভুয়ো গ্রুপ ডি কর্মীদের নামের লিস্ট! নকল পরীক্ষার্থী ভয়ডরহীন অংশ নিচ্ছে বড় বড় পরীক্ষায় , আসলে ধরা পড়লে তবেই চিহ্নিত করা যাচ্ছে এরা অন্যায় পথে, কিন্তু কে বলতে পারে এখনও পর্যন্ত কত জায়গায় এভাবেই আরও কতো ভুয়ো ছড়িয়ে আছে। এই পরিস্থিতিতে বাংলার মাটি বাংলার জল বাংলার বায়ু বাংলার ফল এসব বলে গেয়ে পূণ্য অনুভব করতে আর সাহস হতে পারে কি! শাসকের দিকেই যখন আঙ্গুল ওঠে তখন ভাবতেই হবে আগামী প্রজন্মের জন্য কোন বিষ আমরা সঞ্চয় করছি!

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published.