Arambagh Times
কাউকে ছাড়ে না

নিজস্ব সংবাদদাতা: ১৪২৯ বঙ্গাব্দের পুণ্য মাঘী পূর্ণিমার দিনে শ্রী রামকৃষ্ণ পার্ষদ স্বামী অদ্ভূতানন্দজী মহারাজ আর্বিভূত হয়েছিলেন। তাঁর পুণ্য আর্বিভাব তিথি স্মরনেই বাঁকুড়া জেলার হিজলডিহায় শ্রীরামকৃষ্ণ আশ্রম হিজলডিহা বিবেকানন্দ সেবা সমিতির নবকলেবরে স্হাপিত “শ্রী মন্দিরের” বৈদিক সংস্কারে প্রতিষ্ঠা কার্য্য সম্পন্ন হয়েছিল। আজ তার ত্রয়োদশ বর্ষ। আজকে এই পুণ্য দিবসে ঘটনাক্রমে হিজলডিহা আশ্রমে শুভপদাপর্ণ করেন রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশন বেলুড় মঠের অন্যতম সহাধ্যক্ষ পরম স্বামী সুহিতানন্দজী মহারাজ ও তাঁর সহযোগী সেবক মহারাজ বৃন্দ। একই সঙ্গে উপস্থিত ছিলেন সর্বভারতীয় রামকৃষ্ণ বিবেকানন্দ ভাব প্রচার কমিটির আহ্বায়ক স্বামী দেবরাজানন্দজী মহারাজ এবং রামকৃষ্ণ মঠ বাঁকুড়ার অধ্যক্ষ স্বামী কৃত্তিবাসানন্দজী মহারাজ (সভাপতি রামকৃষ্ণ বিবেকানন্দ ভাব প্রচার পরিষদ , বাঁকুড়া – পুরুলিয়া)। হিজলডিহা আশ্রমের পক্ষ থেকে পূজপাদ্য সন্ন্যাসী মহারাজবৃন্দকে সম্মাননা জানানো হয়।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published.