মাতৃভাষা যে সব মানুষের ভাবের আদান প্রদান নিজের ভাষায় বললে কথা জুড়িয়ে যায় যে প্রাণ। জগৎ মাঝে সকল জাতির নাই মাতৃভাষার তুলনা মায়ের দুধ আর মাতৃভাষার বিকল্প কিছু যে হয়না। আমার ভায়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি শফিক, রফিক,বরকত, সালামকে কজন মনে রাখি? একুশে ফেব্রুয়ারি স্মরণ করি কবিতা কাব্য গানে তিনশো চৌষট্টি দিন বলো কজনে রাখি যে মনে। যারা মায়ের ভাষার প্রতিষ্ঠার জন্য ঝরালো রক্ত প্রাণ তাইতো ইতিহাস লিখে রেখেছে তাদের অমর অবদান। তাদের পরিবার তাদের সংসারের কেউ রাখেনি খবর ঈশ্বর কাঁদে আল্লাহ্ কাঁদে কাঁদছে যে নীরবে কবর। যাদের রক্তে পৃথিবী জুড়ে আজ রচিত হয়েছে ইতিহাস শহিদ স্মরণে জীবনে মরণে তাদের কোরোনা উপহাস। তোষণ করে লিখতে পারলে মন খুশী হয় যে সবারই ওপারে কাঁদছে এপারে কাঁদছে আজ একুশে ফেব্রুয়ারি। লড়াই করে সংগ্রাম করে দেখো সাফল্য আনে যারা সুখভোগ করে অন্য সকলে সংগ্রামী হয় সর্বহারা। বাংলা আমার বাংলা তোমার বাংলা জীবন বাঙালির এপারে ওপারে সেলাম জানাই প্রিয় একুশে ফেব্রুয়ারি।