প্রকৃতির সেই বিচিত্রতায় শীতের আমেজ এলো
পলাশ শিমুল গাছ গুলো তাই রক্তারাঙা হলো।
মাতৃভাষার টানে যাঁরা দিয়েছিলো প্রাণ
পলাশ রাঙা একুশ এসে শোনায় তাদের গান।
জীবন দিয়ে করলো যারা মাতৃভাষার জয়
বিশ্বায়নের রঙিন আলো তাদের কথা কয়!
তাদের কথস হচ্ছে ম্লান আত্মসুখের টানে
স্বাধীনতার মূলে ‘একুশ’ সবাই সঠিক জানে।
মুক্তিযোদ্ধার সমমানের আসন তাদের নাই
ভাষা সৈনিক পায়না আসন প্রশ্নটা আজ তাই।
অন্য ভাষা জানা ভালো, বাংলা ভুলে নয়
মাতৃভাষার ছায়া তলে জাতি বড় হয়।
একুশ এলে দিনটা থাকে ফুলের মালায় ঢাকা
সব ভুলে ঠিক সারা বছরনীরব হয়ে থাকা।
একটি দিনের ভালোবাসা মুখেই বলতে আসে
শহিদ মিনার তাই বুঝে ঠিক আপন মনে হাসে।
দিনের শেষে ফুলের মালা দূর করে দেয় ফেলে
মাতৃভাষা বাংলার ইতিহাসতো দেখিনা চোখ মেলে!