ঘুষ দিয়ে তোমরা চাকরিটা বাগালে
ফাঁদপেতে যোগ্যদের তোমরাই ভাগালে।
সৎপথে না গিয়ে কী হলো বলোতো
চাল গেল ধুচুনি গেল,গেল সব কিছুতো।
ফেরত তো দিতে হবে যা নিয়েছ
মাহিনা
নাককান কাটা গেল টিকলনা
বাহানা।
শিক্ষাবিভাগে যারা বসেছিল
এতদিন
ঘুষ নিয়ে জেল খাটে সবকটা
হায়াহীন।
পুজো দিয়ে পুজো নিয়ে ফুলে ফেঁপে
উঠেছে
কয়েক প্রজন্মকে তারা পিছিয়ে যে
দিয়েছে।
ভাবতে লজ্জা হয় এরা দেশের নাগরিক,
বলবার ভাষা নেই বলি শুধু শত ধিক।