অধমের মনে পাপ নাই
মুখে বুদ্ধির ছাপ নাই
ডিগবাজি খাই ডিমভাত পেলে
বলি না — সঙ্গে চাঁপ নাই?
সরকার ডিএ না দিলে
ভিড় বাসে পায়ে পা দিলে
ভাবি সবকিছু ঠিক হয়ে যাবে
আশাভরসায় তা দিলে
গরিবের পাশে কেউ নাই
চোখে জল আছে, ঢেউ নাই
খালিপেটে রাতজাগা আছে, তবু
রাগ নাই, ঘেউঘেউ নাই
যার পাপ আছে, তাপ নাই
মই আছে শুধু, সাপ নাই
অঙ্কে তাদের গ্রাফ না থাকুক
আফসোস — মুখে খাপ নাই