নিজস্ব সংবাদদাতা: পঞ্চায়েতের তালা ভেঙে চুরি, চুরির তথ্য লোপাট করতেই চুরির ছক — দাবী বিরোধীদের, অভিযোগ অস্বীকার তৃনমূলের
স্থানীয় পঞ্চায়েত সমিতির সহ সভাপতি দিন কয়েক আগেই বিস্ফোরক অভিযোগ করেছিলেন পঞ্চায়েতগুলিতে ব্যাপক লুঠ চলছে। তার কয়েকদিন যেতে না যেতেই পঞ্চায়েতের তালা ভেঙে চুরির ঘটনা ঘটল। লুঠের তথ্য লোপাট করতেই চুরির ছক এমনই দাবী বিরোধীদের। অভিযোগ অস্বীকার তৃনমূলের। ঘটনা বাঁকুড়ার ওন্দা ব্লকের ওন্দা এক নম্বর গ্রাম পঞ্চায়েতের।
দিন কয়েক আগেই ওন্দা পঞ্চায়েত সমিতির নিজের চেয়ারে বসে এলাকার তৃনমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েতের বিরুদ্ধে লুঠের বিস্ফোরক অভিযোগ তুলেছিলেন তৃনমূল পরিচালিত ওন্দা পঞ্চায়েত সমিতির সহ সভাপতি শ্যামল মুখোপাধ্যায়। তাঁর দাবী ছিল পঞ্চায়েতের আধিকারিকরা প্রধানদের সঙ্গে নিয়ে ব্যাপক লুঠ করছে। লুঠের টাকা ভাগ বসাচ্ছে আধিকারিক ও প্রধানরা। বিষয়টি নিয়ে জেলা শাসকের কাছে অভিযোগও জানিয়েছিলেন পঞ্চায়েত সমিতির ওই সহ সভাপতি। এই ঘটনার এক সপ্তাহ যেতে না যেতেই ওন্দা থানা থেকে কার্যত ঢিল ছোঁড়া দূরত্বে চুরির ঘটনা ঘটায় তা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক জলঘোলা। পঞ্চায়েতের প্রধানের দাবী আজ সকালে পঞ্চায়েতের দরজায় তালা খুলতে এসে কর্মীরা দেখেন পঞ্চায়েত অফিসের তালা ভাঙা অবস্থায় পড়ে রয়েছে। ভেতর থেকে লোপাট হয়ে গেছে ব্যাপারটি পুলিশ খতিয়ে দেখছে। খবর পেয়ে ঘটনার তদন্তে নামে ওন্দা থানার পুলিশ।
