নিজস্ব সংবাদদাতা: হুগলি জেলাশাসকের নির্দেশে খানাকুল ২ ব্লক অফিসে বিডিওর ব্যবস্থাপনায় ও সহযোগিতায় চাইল্ড লাইনের প্রতিনিধিদের ও বিভিন্ন ধর্মীয় সংস্থার প্রতিনিধিদের নিয়ে এক গুরুত্বপূর্ণ সচেতনতা শিবির হয়ে গেল। মূলতঃ বাল্য বিবাহ প্রতিরোধ ও শিশু সুরক্ষা এবং সমগোত্রীয় নানান সমস্যা ও তার সমাধান নিয়ে এদিন আলোচনা হয়। উপস্থিত খানাকুল সনাতন ব্রাহ্মণ সমন্বয়
ট্রাষ্টের সেক্রেটারি সুরজিৎ চক্রবর্ত্তী জানান, পশ্চিমবঙ্গের প্রত্যেক ব্লকে ট্রাষ্টের সদস্যদের নির্দেশ দেওয়া আছে কোথাও কোনো বাল্যবিবাহ হলে ট্রাষ্টের সঙ্গে এবং প্রশাসনের সঙ্গে যোগাযোগ করতে। এর মধ্যে বিভিন্ন ব্লকে খানাকুল সনাতন ব্রাহ্মণ সমন্বয় ট্রাষ্ট ও প্রশাসনের সহযোগিতায় বাল্যবিবাহ রোধ ও শিশু সুরক্ষা সংক্রান্ত বিষয়ে নাকি তাঁরা বেশ কিছু কর্মসূচি করেছেন, প্রত্যেক ব্লক এই কর্মসূচি হবে বলে জানান ট্রাষ্টের সেক্রেটারি সুরজিৎ চক্রবর্ত্তী ।
