Arambagh Times
কাউকে ছাড়ে না

নিজস্ব সংবাদদাতা: দীর্ঘ দিনের বঞ্চনার অবসান ঘটিয়ে আরামবাগ পৌরসভার ক্যাজুয়াল কর্মীদের বকেয়া প্রাপ্তি মেটানোর প্রতিশ্রুতি বর্তমান পৌর বোর্ড এর একবছরের মধ্যেই মেটানোর প্রতিশ্রুতি রাখলেন পৌর প্রধান সমীর ভান্ডারী। আবেগে আপ্লুত হয়ে দুই শতাধিক ক্যাজুয়াল কর্মীদের মনের কথা তুলে ধরতে গিয়ে পুরোনো ক্যাজুয়াল কর্মী মিলন মৈত্র ও অরুন মালিক জানান বহু আন্দোলনেও তাঁদের যন্ত্রনার কথা কেউ বুঝতে চাননি, কিন্তু রাজনীতির উর্ধ্বে গিয়ে বর্তমান পৌর প্রধান সমীর ভান্ডারী যেভাবে তাঁর দেয়া প্রতিশ্রুতি একবছরের মধ্যেই রাখলেন । পৌর প্রধানের এই মানবিক মূল্যবোধ তাঁরা ভুলবেন না একথা বলতে বলতে গিয়ে তাঁরা কেঁদে ফেলেন। তাঁদের আনন্দাশ্রুতে পৌর প্রধান সমীর ভান্ডারীর চোখের কোণে জল চিকচিক করে ওঠে। আবেগ ধরে রাখতে পারলেন না উপ পৌর প্রধান মমতা মুখার্জিও।
এদিন আরামবাগ পৌরসভার সমস্ত ক্যাজুয়াল কর্মীর ইপিএফ মিটিয়ে দেয়ার জন্য পৌর প্রধান এবং উপ পৌর প্রধানকে তাঁরা সমবেত হয়ে ফুলে উপহারে সম্বর্ধনা প্রদান করেন। শুভজিৎ সিংহরায় এর সুন্দর সঞ্চালনায় অনাড়ম্বর এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেশ কিছু ওয়ার্ডের কাউন্সিলর এবং স্থায়ী কর্মীদের একাংশ। পৌর প্রধান সমীর ভান্ডারী ও উপ পৌর প্রধান মমতা মুখার্জি বলেন কর্মীদের কাছে তাদের অনুরোধ তাঁরা তাঁদের নিজেদের কাজটুকু দায়িত্বের সঙ্গে পালন করে আরামবাগ পৌরসভার মান সুরক্ষিত রাখতে সহায়তা করুন। অস্থায়ী কর্মীরা তাঁদের দাবি পূরণ হওয়ায় হর্ষধ্বনি সহকারে পৌর প্রধান সমীর ভান্ডারী এবং উপ পৌর প্রধান মমতা মুখার্জিকে সাধুবাদ জানান।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published.