Arambagh Times
কাউকে ছাড়ে না

নিজস্ব সংবাদদাতা: ২৪ মার্চ ১৮৮২ সালে জার্মান বিজ্ঞানী নোবেল জয়ী রবার্ট কখ্ যক্ষা রোগের কারণ মাইকো ব্যাকটেরিয়াম টিউবার কিউলোসিস নামক ব্যাকটেরিয়া আবিষ্কারের খবরটি ঘোষণা করেন। সেই সময়ে বছরে প্রতি সাতজনের মধ্যে নাকি একজনের যক্ষা রোগে মৃত্যু হতো। আর এই মুহূর্তে পৃথিবীতে ভারতেই যক্ষা রোগীর সংখ্যা সবচেয়ে বেশি। পৃথিবীর মোট রুগীর ২৭ শতাংশ এবং প্রতি তিন মিনিটে দুজন যক্ষা রোগীর মৃত্যু হয়। তাই জনসচেতনতা বাড়াতে বিশিষ্ট পালমোনোলজিস্ট চিকিৎসক ডাঃ জি সি মল্লিক তাঁর নিজের উদ্যোগে একটি সচেতনতা মূলক ও অত্যন্ত মনোগ্রাহী ভিডিও নির্মাণ করলেন, মা জনস্বার্থে প্রচারিত হবে বলে জানা গেছে। কথা, সুর ও নির্দেশনায় ডা: জি.সি. মল্লিক(পালমোনোলজিষ্ট), শিল্পী: রবীন্দ্রনাথ পন্ডিত, তবলা: মহানন্দ মল্লিক, যন্ত্রসঙ্গীতে অসীম ডিহিদার, ভিডিও গ্রহনে প্রদীপ কোলে। অংশগ্রহণে সুখী সরেন, সাগরী মুর্মু, ভীরুরাম টুডু, ডা: মিজানুল ইসলাম, ডা: সমীরণ দে,পূর্বা বিশ্বাস, প্রতিমা শীল,
প্রসূন বিশ্বাস,বিশ্বজিৎ মালী,
পাপ্পু সিং,সঞ্জয় দাস,
মকসুদ আহমেদ, সুদীপ মন্ডল, খোকন ঘোষ ও
শ্রীমন্ত বেজ।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published.