নিজস্ব সংবাদদাতা: প্যারাসুট সহ পড়ে মর্মান্তিক মৃত্যু হলো এক বায়ু সেনার। মৃতের নাম চন্দ্রকা গোবিন্দ (৩১)। বুধবার সকাল ১০ টা নাগাদ বাঁকুড়ার বড়জোড়ার ঘুটগড়িয়া এলাকার ঘটনা।
সূত্রের খবর, পানাগড় এয়ারফোর্স ক্যাম্পে ট্রেনিং চলছিল। প্যারাসুট নিয়ে ঐ ক্যাম্পের নির্দিষ্ট রেডারের বাইরে অন্ধ্র প্রদেশের বাসিন্দা চন্দ্রকা গোবিন্দ নামে ঐ বায়ু সেনা কোনভাবে চলে আসেন। পরে ঘুটগড়িয়ার একটি কারখানার পিছনে দূর্ঘটনাগ্রস্ত প্যারাসুট সহ মৃতদেহ উদ্ধার হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বড়জোড়া থানার পুলিশ এবং তার সহকর্মীরা। পুলিশের পক্ষ থেকে ঘটনার তদন্তের পাশাপাশি মৃতদেহটি উদ্ধার করে বড়জোড়া সুপার স্পেশ্যালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে জানা গেছে।