নিজস্ব সংবাদদাতা:আরামবাগের মলয়পুরে দুটি বাইকের সাথে একটি প্রচন্ড গতিতে আসা চারচাকার সংঘর্ষে চার জন গুরুতরভাবে জখম হয়ে আরামবাগ হাসপাতালে চিকিৎসাধীন। জানা গেছে, মলয়পুর থেকে বলুন্ডি যাওয়ার সময় দুটি বাইকে থাকা আরোহীরা স্থানীয় একটি বিস্কুট কারখানার কাছে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা অবস্থায় উল্টো দিক থেকে একটি চারচাকা প্রচন্ড গতিতে এগিয়ে এসে সজোরে দুটি বাইকে ধাক্কা মেরে পাল্টি খেয়ে যায়। বাইকে থাকা তরুন মেদ্দা, সুব্রত মালিক, জয় মালিক এবং আড়াই বছরের শিশু ধ্রুব মালিক রীতিমতো জখম হন। তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়লে ক্যাম্প থেকে আসা পুলিশের চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।