Arambagh Times
কাউকে ছাড়ে না

নিজস্ব সংবাদদাতা: গোঘাট ১ ব্লকের কুমুরশা পঞ্চায়েতের মথুরায় দুটি আই সি ডি এস সেন্টার আছে। তার মধ্যে মথুরায় ঢোকার মুখেই যে আই সি ডি এস সেন্টার আছে বিগত দশ বছর ধরে এই সেন্টারে টিনের চাল নামেই, ভাঙাচোরা টিনের চালে অর্ধেক আকাশ দেখা যায়, বাকি অংশ ত্রিপল দিয়ে কোনো রকমে ঢেকে রাখার আপ্রাণ চেষ্টা। ছোট একটি রুমের ভিতরে নোংরা অপরিচ্ছন্ন পরিবেশে মা ও শিশুদের জন্য রান্নার আয়োজন। অনেকেই এই পরিবেশের জন্য খাবার নিতে আসেননা এমনটাই জানালেন এলাকার এক ব্যাক্তি। বর্তমানে ৩৫ জনের জন্য খাবার রান্না হয়। রান্নার গুণগত মান নিয়ে কারোর অভিযোগ নেই। কিন্তু একসময়ের সিপিএমের পার্টি অফিস যেটি এখন আইসইডইএস সেন্টার হিসেবে ব্যবহার করা হচ্ছে তার মাথায় একটা টিনের চালও গোঘাট ১ সিডিপিও ব্যবস্থা গ্রহণ করবেন না ? এলাকার অনেকের দাবি, নতুন আইসিডিএস সেন্টার নির্মাণ না হওয়া পর্যন্ত এলাকার স্বাস্থ কেন্দ্রের খালি পড়ে থাকা ঘরটিতে স্থানান্তর করা হোক। যেটা চলছে এটা কোনো স্বাস্থকর পরিবেশ হতে পারে না। এ‌বিষয়ে বারবার গোঘাট ১‌সিডিপিওর ফোনে যোগাযোগ করার চেষ্টা করেও পাওয়া যায়নি।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published.