Arambagh Times
কাউকে ছাড়ে না

নিজস্ব সংবাদদাতা: আরামবাগ মহকুমার পুড়শুড়ার সোদপুর, তোকিপুর রেল স্টেশন সংলগ্ন এলাকায় হঠাৎই শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে “ডোন্ট টাচ্ মি” পোস্টার ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ব্যানারে ডোন্ট টাচ্ মি – র আড়ালে শুভেন্দু অধিকারীর পাশে বেশ কয়েকজন দলীয় নেত্রীর ছবি দিয়ে কুৎসা মুলক লেখা ঘিরে জনমানসে বিরূপ প্রতিক্রিয়া তৈরি হয়। এলাকার বিধায়ক বিমান ঘোষ বলেন তাঁরা সিসি ফুটেজ সংগ্রহ করে কারা এই ঘৃন্য কাজ করেছেন চিণ্হিত করে পুলিশকে উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করতে বলবেন বলে জানান। তাঁর অভিযোগের তীর মুলত এলাকার শাসকদল তৃনমূলের দিকে হলেও এলাকার ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি সুবিনয় ভৌমিক জানান তাঁরা এধরনের কাজের ঘোর বিরোধী, তাদের দল এরকম কাজকে সমর্থন করে না। যেখানে শুভেন্দুর সঙ্গে দিলিপ ঘোষের প্রতিনিয়ত ঝামেলা হচ্ছে, এখানেও সম্ভবত শুভেন্দু বিরোধী কোনো একটি অংশ জড়িত থাকতে পারে বলে মনে হচ্ছে। আরামবাগ সাংগঠনিক জেলার হেভিওয়েট নেতা জয়দেব জানা জানান যারাই এটা করুন এটা নিন্দনীয় কাজ। কিন্তু শুভেন্দু নিজেই দলে কোনঠাসা। দিল্লিওয়ালা এক নেতাই তাকে আটকে দিয়েছে। তিনি মনে করেন পোস্টারে মিথ্যা কিছু নেই, শুভেন্দু মহিলা কনেস্টবলকে ডোন্ট টাচ্ মি বলে এখন দলের মহিলা নেত্রীদের হাত ধরে গৌরাঙ্গের মতো দাঁড়িয়ে থাকছে, এখন টাচ্ হচ্ছে না? এলাকার সাধারণ মানুষজন যদিও তৃণমূল নেতাদের কথাকে সেভাবে গুরুত্ব দিতে নারাজ। অনেকেই নাম প্রকাশ না করার শর্তে জানান শুভেন্দু কোনঠাসা নয়, তার জনপ্রিয়তা দিন দিন বেড়েই চলেছে,আর তাতেই শাসকদলের থরহরিকম্প অবস্থা। সেই জন্যই নিজেদের হীনমন্যতা থেকে এই কাজ তাঁরা করেছে বলে তারা মনে করছেন।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published.