Arambagh Times
কাউকে ছাড়ে না

রিন্টু পাঁজা, সাঁইথিয়া: ১৪ই আগস্ট কন্যাশ্রী দিবস সেই উপলক্ষে এবং ১৬ই আগস্ট খেলা হবে দিবসের প্রাক্কালে সাঁইথিয়া বিধানসভার অন্তর্গত ৩৬ টি আদিবাসী কন্যার হাতে ফুটবল এবং জার্সি তুলে দিলেন সাঁইথিয়া বিধানসভার বিধায়ক নীলাবতি সাহা। ২০১৯ সালের ১৪ ই আগস্ট কন্যাশ্রী প্রকল্পের সূচনা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেদিন থেকে প্রত্যেক বছর রাজ্যজুড়ে আজকে ১৪ই আগস্ট দিনটি কন্যাশ্রী দিবস হিসেবে পালিত হয়। মূলত ১৮ বছরের আগে যেন মেয়েদের বিয়ের রোখা যায়, তারা যেন পড়াশোনা করে স্বনির্ভর হতে পারে সেই জন্য রাজ্য সরকার এই প্রকল্পের মাধ্যমে মেয়েদের আর্থিক সাহায্য করেন। পড়াশোনার সাথে সাথে মেয়েরা যাতে খেলাধুলাতেও এগিয়ে যায় সেই উদ্দেশ্যকে সামনে রেখেই এদিন সাঁইথিয়া বিধানসভার বিধায়ক আদিবাসী মেয়েদের হাতে ফুটবল তুলে দিলেন। এবং তাদের কোচ বুদ্ধদেব চৌধুরীকে উত্তরীয় পরিয়ে বরণ করে নিলেন।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published.