ইচ্ছে করে উড়ে যেতে
দূর আকাশের পানে
শৈশবের সেই সুদিন গুলো
ফেলে এসেছি যেইখানে।
অতীত স্মৃতি কেবলই মোর
পিছু পিছু ধায়,
ইচ্ছে গুলো গুমরে মরে
ফেরার উপায় নাই ।
কতো খেলা কতো মজা
কতো খুশির সিন,
যতই খুঁজি হাত বাড়িয়ে
ফিরবেনা কোনো দিন।
জানি সবই সবই বুঝি
তবু যে সর্বক্ষন
খুঁজে ফেরে বারে বারে
আমার অবুঝ মন।
প্রভাত আলো কুল ছাপিয়ে
এলো দিনের শেষে
ক্রমে ক্রমে আঁধার কালো
জড়িয়ে ধরে এসে ।
এখন শুধুই এগিয়ে চলা
সামনের দিকে দেখা
ফেলে আসা শৈশব শুধু
দাঁড়িয়ে আছে একা।

Khub sudar dada