Arambagh Times
কাউকে ছাড়ে না

নিজস্ব সংবাদদাতা:সেঞ্চুরিতে পেট্রোল আর ডবল সেঞ্চুরিতে সর্ষের তেল। কলকাতা সহ রাজ্যের অধিকাংশ জেলায় এখন এমনই আবহাওয়া বইছে।

এখন থেকে সর্ষের তেলের ঝাঁঝ এবং দাম দুইই চোখে জল আনছে আমজনতার। রাজ্য জুড়ে সবাই যখন মত্ত পেট্রোল ডিজেলের দাম কমাতে ধর্মঘটে সামিল হতে, তখন ফাঁকতালে ২০০র সীমানা ছুঁলো সর্ষের তেলের গন্ডি।  বর্তমানে   লিটার প্রতি সর্ষের তেল বিক্রি হচ্ছে কম বেশি ২০০ টাকা দরে।

একে মধ্যবিত্তের পকেটে টান, তায়ে হু হু করে বাড়ছে তেলের দাম। কোথায় যাবেন তারা? যদিও বিরোধী দলগুলো এই পরিস্থিতির জন্য মোদি সরকারকেই দুষছেন। এখন সব ঝঞ্ঝা কাটিয়ে উঠে কবে মধ্যবিত্তের নাগালে আসে সর্ষের তেল সেটাই দেখার পালা।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published.