নিজস্ব সংবাদদাতা: গোঘাট থানা এলাকায় বামপন্থী নেতাদের মধ্যে অন্যতম এক মুখ ছিলেন অসিত মুখার্জি। বেঙ্গাই অঞ্চলের সেনাই গ্রামের বাসিন্দা অসিত মুখার্জি ছাত্র রাজনীতি থেকে নিজ যোগ্যতায় ধাপে ধাপে সিপিআইএম এর বিভিন্ন শাখা সংগঠনে নেতৃত্বে ছিলেন। সদাহাস্যময়, বিনীত বামপন্থী নেতা হিসেবে সুপরিচিত ছিলেন তিনি। হুগলি জেলা সিআইটিইউ এর সাধারণ সম্পাদক তথা অংশ ইন্ডিয়া সিপিআইএম এর সম্পাদক মন্ডলীর সদস্যও হয়ে ছিলেন।গত ১০ সেপ্টেম্বর সন্ধ্যায় কোলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে করোনায় আক্রান্ত হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬১ বছর। তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়ে সিপিআইএম এর বিভিন্ন শাখা সংগঠনের পক্ষ থেকে গোঘাটে স্মরন সভা অনুষ্ঠিত হয়। গত ২১ সেপ্টেম্বর গোঘাটের প্রাক্তন বিধায়ক মানস মজুমদার নিজে প্রয়াত বাম নেতা অসিত মুখার্জির বেঙ্গাই অঞ্চলের সেনাই গ্রামের বাড়িতে উপস্থিত হয়ে প্রয়াতের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন এবং অসিত মুখার্জির স্ত্রী এবং দাদাকে সমবেদনা জ্ঞাপন করেন।