Arambagh Times
কাউকে ছাড়ে না

নিজস্ব সংবাদদাতা: আজ ২৯শে অক্টোবর ২০২১,শুক্রবার রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের প্রবীণ সন্ন্যাসী তথা শ্রীশ্রী মাতৃ মন্দির জয়রামবাটী ও বাংলাদেশ ঢাকা কেন্দ্রের প্রাক্তন অধ্যক্ষ সদ্যপ্রয়াত সর্বজন শ্রদ্ধেয় পূজনীয় স্বামী অমেয়ানন্দজী মহারাজের মহাতিরোধান দিবস। এই মহা তিরোধান দিবসে পূজ্যপাদ মহারাজজীকে অন্তরের শ্রদ্ধাঞ্জলি নিবেদন করতে বাঁকুড়া জেলার হিজলডিহায় শ্রীরামকৃষ্ণ আশ্রম হিজলডিহা বিবেকানন্দ সেবা সমিতি একটি শ্রদ্ধাঞ্জলি বাসরের আয়োজন করে। এই উপলক্ষে শ্রীমন্দিরে শ্রীশ্রী ঠাকুর , মা ও স্বামীজীর বিশেষ পূজার্চনাও করা হয়। শ্রদ্ধাঞ্জলি বাসরে বিশেষভাবে স্মৃতিতর্পণ করেন হিজলডিহা আশ্রমের সম্পাদক শ্রী বিকাশ পালধী মহাশয় ও কোয়ালপাড়া রামকৃষ্ণ যোগাশ্রমের ভারপ্রাপ্ত মহারাজজী। এদিন শ্রদ্ধা তর্পন জানাতে গিয়ে আশ্রম সম্পাদক বিকাশ পালধী বলেন, সদ্য প্রয়াত স্বামী অমেয়ানন্দজী মহারাজ ছিলেন পরম দয়ালু, সদা হাস্যময়, মিত ভাসি, সেবার প্রতিমূর্তি। সকলকে সদকাজে প্রেরণা দিতেন। তিনি ওপার বাংলার ঢাকা কেন্দ্রে শ্রীরামকৃষ্ণ মঠ ও মিশনের প্রধান হিসেবে দায়িত্ব পেয়ে চলে যাওয়ায় সজন হারানোর কষ্ট অনুভব করতে হয়েছে। আর এখন তিনি রামকৃষ্ণলোকে গমন করেছেন। আমাদের তিনি দরীদ্র নারায়নের সেবায় সদা সর্বদা অনুপ্রেরণা দিতেন।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published.