Arambagh Times
কাউকে ছাড়ে না

নিজস্ব প্রতিবেদন: হু হু করে করোনা বাড়ছে। নেতা, মন্ত্রী সান্ত্রী, গায়ক, পরিচালক, পুলিশ আক্রান্ত সর্বস্তরে। এই অবস্থায় লাগু হয়েছে ওমিক্রন বিধি। আপত্তি সেখানে নয়, বোধোগম্য হচ্ছে না এই বিধিনিষেধ এমন আজব কেন। মফস্বল শহরে বহু জায়গায় মেলা খেলা সব বন্ধ হয়ে গেলেও কোলকাতা বই মেলা নাকি হবে।‌ ওমিক্রন ছড়িয়ে পড়ছে জেনেও পৌর নির্বাচন বন্ধ ‌করা যাবে না। আর সম্ভবত ‌সেই কারনেই রাজনৈতিক জমায়েতে ৫০০‌ জন উপস্থিত থাকতে পারবে বলে জানা গেছে। অথচ সামাজিক অনুষ্ঠানে মাত্র ‌৫০‌জন উপস্থিত থাকতে পারবে। অদ্ভুত বিষয়!! সামাজিক অনুষ্ঠানে ৫০ জনের বেশি হলে করোনা ছড়াতে‌ পারে কিন্তু ৫০০ জন নিয়ে রাজনৈতিক মিটিং মিছিল, জমায়েতে করোনা ছড়াবে না! এদের জন্য কি করোনা ছাড় দেয়া আছে?

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published.