আয় তোকে দাঁত দিয়ে কাটি
জোড়হাতে ব্যস্ত আমি সমাজ সেবায়
মাথার ঘাম পায়ে নয়
রাস্তায় ফেলে জয়ী আমি,
যোগের অঙ্কটা নিখুঁত মেলায়।
পায়ের তলায় মাটি নেই ঠিকই
তবুও মাথার উপর আমার বিশাল ছাতা
উষ্ণ অভ্যর্থনায় অভ্যস্ত আমি
যদিও ভেতরটা কেমন যেন লাশকাটা ঘর।
