জুলফিকার আলী,তমলুকঃ আসন্ন পৌরসভা নির্বাচনে তাম্রলিপ্ত পৌরসভার ২০টি ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিলেন তমলুক মহকুমা শাসকের দপ্তরে। আগামী ২৭ শে ফেব্রুয়ারি রাজ্যের অন্যান্য জেলার পাশাপাশি পূর্ব মেদিনীপুর জেলার তিনটি পুরসভা তমলুক, কাঁথি এবং এগরায় পুর নির্বাচন রয়েছে। সোমবার রাজ্যের সেচ ও জলপথ দপ্তরের মন্ত্রী তথা তাম্রলিপ্ত পুরসভার নির্বাচন কমিটির চেয়ারম্যান সৌমেন কুমার মহাপাত্র নিজে উপস্থিত থেকে পুর এলাকার ২০ জন তৃণমূল প্রার্থীর মনোনয়নপত্র জমা করেন তমলুক মহকুমা শাসকের নিকট।
এদিন মন্ত্রী সৌমেন কুমার মহাপাত্র বলেন, রাজ্য কমিটির নির্ধারিত তালিকা নাম থাকা তৃণমূল প্রার্থীদের সোমবার মনোনয়ন জমা করা হয়। তাম্রলিপ্ত পুরসভার ২০ টি ওয়ার্ডেই জেতার বিষয়ে আশাবাদী।