একুশ এলেই বাংলাভাষার বহরখা
নি মাপি
একুশ গেলেই বিকৃত করে সেই
ভাষাকে দুই দাঁতের মাঝে চাপি।।
একুশ এলেই রক্ত ছলকায় বাংলা ভাষার দুয়ারে
একুশ গেলেই ভুলে যাই বাংলা কাঁদে আড়ষ্ট জিভের আঁধারে।।
একুশ এলেই পালিশ করি আমার জন্ম– জিহ্বা
একুশ গেলেই নালিশ করি বাঁকিয়ে উদ্ধত গ্রীবা ।।
একুশ এলেই গদগদভাব আমার ভাইয়ের রক্ত
একুশ গেলেই বেঙ্গলীটা রাবিশ্ , বাংলা টাংলা বড্ড বেশী শক্ত।।
একুশ এলেই আটই ফাল্গুন অমর ফেব্রুয়ারী
একুশ গেলেই গুড মর্নিং,হ্যাভ এ নাইস ডে র প্রভাতফেরী।।
একুশ এলেই চাই উচ্চারণ দৃপ্ত এবং শুদ্ধ
একুশ গেলেই মেশাই তাতে বিলকুল সব অশুদ্ধ।।
একুশ এলেই শামসুর রহমান আমার দু:খিনী বর্ণমালা
একুশ গেলেই ইন্টারন্যাশানাল আমি
ভিন্নধ্বনিতে ভরাই বরণডালা।।
একুশ এলেই ভোরের শপথ একুশেই হাত রাখি
একুশ গেলেই শপথ ভাঙি মাতৃভাষা কে দিই ফাঁকি।।
একুশ এলেই শহীদমিনার জমায়েতে ভরে রমনা
একুশ গেলেই জানেন দাদা আমার ছেলের বাংলাটা ঠিক আসে না।।
একুশ এলেই রবীন্দ্র নজরুল আল মাহমুদ আজাদ হূমায়ূন
একুশ গেলেই ফাগুন রোদে শুকিয়ে যায় বর্ণমালার আগুন।।
একুশ এলেই আমি বাংলায় গান গাই বাংলা আমার জীবনধ্বনি
একুশ গেলেই এ্যাংলিসাইজ্ ড বাংলায় টিভির নিউজ শুনি।।
একুশ এনেছে বীর বরকত ভাই, শহীদ আবদুস সালাম
শুধু একুশেই নয় ,প্রতিদিনই জানাই তাদের দ্রোহকে প্রণাম।।
একুশ আসুক নিয়ত প্রহরে একুশ থাকুক নয় শুধু একুশে
বুড়ো আংলার বাংলাটা থাক শ্রদ্ধার
রাজবেশে।।