তোমার জন্য গান লিখেছি শব্দের সমাহারে
সেই বকুল গাছ-চাঁপা ফুল-সাদা মেঘ আর দিগন্তে নীল আকাশের মিলনে,
তোমার জন্য গান লিখেছি শব্দকোষের বুননে
সেই রাঙা পলাশ-ধূ ধু মাঠ-মেঠো পথ আর কৃষ্ণচূড়ার বন্ধনে।
তুমি কথা রাখলে না দীপান্বিতা,
ভুলে গেলে বকুলের কথা,চাঁপার গন্ধ,শ্বেত শুভ্র মেঘের খুনসুটি আর নীল আকাশের অমলিন প্রেম
আমার সুরের শব্দকোষ ভেঙে তুমি বহুদূরে….
তোমার ওখানে দিগন্তে শাখী আর নীল আকাশ ভালোবাসার কথা কয়,
চাঁপার গন্ধে মাতে তোমার নতুন জগৎ
সাদা মেঘ খেলা করে ট্রপোস্ফিয়ারে, নাকি শুধুই অট্টালিকার আচ্ছাদন?
জানো এখানে আজও পলাশ ফোটে নিয়ম মেনে
বসন্ত উৎসবে আজও বোনা হয় নবীন প্রেমের উপকথা
আজও চৈত মেলায় এক বাঁশিতে ফুঁ দেয় কত প্রেমিকযুগল
আজও হয়তো শব্দকোষ ভেঙে কথা রাখে না অন্য দীপান্বিতা…
জানো দীপান্বিতা,ভালোবাসার উপন্যাসে যবনিকা আসে বারেবারে
“ছোটো গল্প” হয়ে রয়ে যায় অনেক প্রশ্ন সমাহারে
ধমনীর রক্তস্রোতে শুধু হতাশার উচ্চচাপ
রঙিন শব্দকোষে গান বাজে ভিন্ন সুরে।
তুমি কথা রাখলে না দীপান্বিতা,
তুমি ভুলে গেলে নিভৃতে উষ্ণ আলিঙ্গন
সুনীল বাবুর “কেউ কথা রাখে নি” বড়ই নাড়া দেয়
জানো বুক ভরা আজও ভালোবাসা আর নীরব অভিমান।