একটু যদি ভালোবাসি নিজেকে
আত্মরতি বলে দুয়ো দেবে?
নার্সিসাসের মতো
দীঘির জলে প্রতিবিম্ব দেখে
ভালোবাসব নিজেকে
একলা দুপুর গায়ে মেখে
নিঝুম সন্ধ্যা পায়ে এঁকে
দুয়ো দেবে?
তবুও এবার খানিক সময় পেলে
গুছিয়ে নেবো
নিজের জন্য রোদ রাখবো
মেঘ রাখবো
নদীর কাছে গল্প শুনবো
বর্ষা হবো পলাশ হবো
একটু খানি ভালোবাসব নিজেকে
যে মানুষটা উধাও হলো
আমায় একলা রেখে
রাত্রি জানে ঘুম জমে না চোখের
পাতায় যন্ত্রণাতে
ভাসিয়ে দিলো ভালোবাসা
অথৈ জলে
ডুব দিয়ে সেই ভালোবাসা আনব খুঁজে
নিজের জন্য সাজিয়ে রাখব
অনভ্যাসের কুলুঙ্গীতে
তবুও অনেকটা পথ হেঁটে এসে
অন্ধকারে আলো জ্বেলে
বলব::মেঘলা হৃদয়
সত্যি সত্যি ভালোবাসো
একটু খানি ভালোবাসো নিজেকে।।।