নিজস্ব সংবাদদাতা: গত শুক্রবার ১৭ মার্চ মেদিনীপুর জেলার ঢলগোরা গ্রামে জল বোম ফাটাতে গিয়ে এক ব্যাক্তির ডান হাতের কবজি উড়ে যায়। আরামবাগ হাসপাতালে তাকে ভর্তি করার পর কলকাতায় পি জিতে রেফার করা হয়। জানা গেছে, ঐ ব্যক্তির নাম
সুবির খাঁ ওরফে মোদো। বোম তৈরী করা হয়েছিলো সেক ইসলাম নামে এক ব্যক্তির বাড়ি
বালি অঞ্চলের রাধাবল্লভপুর গ্রামে। গোঘাট ১ নং ব্লক।
১৯ মার্চ বিকালে গোঘাট থানার পুলিশ গিয়ে ঐ বাড়ি থেকে ২ টি মোবাইল ফোন,২ টি মটর সাইকেল, বোম তৈরীর কিছু সরনজাম তুলে নিয়ে গেছে।আসামিরা সব পলাতক। আরামবাগ টাইমস্ এর রিপোর্ট
