Arambagh Times
কাউকে ছাড়ে না

নিজস্ব সংবাদদাতা : খানাকুল ১ ব্লকের মইখন্ড গ্রামের মল্লিক পাড়ার বাসিন্দা বাসার আলি মল্লিক জমি সংক্রান্ত বিষয়ে মহামান্য হাইকোর্টের অধীনে বিচার চলা সত্বেও এবং যার সঙ্গে কেস চলছে তার সঙ্গে ব্যাক্তিগত কোনো বিবাদ, শত্রুতা না থাকা সত্ত্বেও খানাকুল থানা থেকে নাকি পুলিশ অযথা এসে প্রতি বছর ফসল রোপণ ও তোলার সময় তাদের উপর অত্যাচার করেন, জেলে পুরে দেওয়ার হুমকি দেন, এমনকি ৩১ মার্চ দুপুর সাড়ে বারোটা নাগাদ নাকি এক সাব ইন্সপেক্টর বাসার আলি মল্লিকের দাদা তার জমি থেকে আলু তুলতে গেলে মাঠে চলে এসে আলু তুলতে বাধা দেন, এমনকি বাসার আলি মল্লিকের স্ত্রীকে ও তার দুই বছরের মেয়েকে লাঠি দিয়ে মারেন। বাসার বাবুর অভিযোগ, তারা পুলিশের কাছে গেলে পুলিশ আসেন না, অথচ তাদের বিপক্ষের ক্ষমতা বেশি বলে তাদের কথায় পুলিশ চলে আসেন এবং তাদের উপর অত্যাচার করেন, তারা সেজন্য সুবিচার পেতে এবং অযথা পুলিশের অত্যাচারের হাত থেকে রেহাই পেতে আরামবাগ এসডিপিওর দ্বারস্থ হয়েছেন বলে জানান। এবিষয়ে খানাকুল ওসি কোনো কিছু বলতে চাননি।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published.