নিজস্ব সংবাদদাতা: ২৯ এপ্রিল হুগলি জেলার আরামবাগ মহকুমা জুড়ে সন্ধ্যায় কালবৈশাখীর তান্ডবে তছনছ হয়ে গেলো সবকিছু। বেশ কিছু এলাকায় ভয়ঙ্কর তান্ডবের ফলে ক্ষতিগ্রস্ত হয়ে গেলো জনজীবন।গোঘাটের পাতুলসাড়ায় কালবৈশাখীর তান্ডবে রেহাই পেলোনা রাইসমিলও। দামোদর ফুড প্রসেসিং প্রাইভেট লিমিটেড এর এলিভেটর ভেঙে পড়ে চরম বিপত্তি ঘটে। অবশ্য প্রানহানির কোনো ঘটনা ঘটেনি। জানা গেছে এরফলে রাইস মিলের মোটা অংকের ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। কাজও আপাতত বন্ধ।