Arambagh Times
কাউকে ছাড়ে না

নিজস্ব সংবাদদাতা: ৩ মে আরামবাগ রেল স্টেশন কার্যালয়ে ভিজিটে আসেন ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার। তিনি সব কিছু পরিদর্শন করা কালিন রেল সংক্রান্ত একগুচ্ছ সমস্যা ও তার কিভাবে দ্রুত সমাধান করা যায় এই সমস্ত বিষয় নিয়ে উপস্থিত হন আরামবাগ পৌরসভার প্রাক্তন পৌর প্রধান তথা এলাকার ৬ নং ওয়ার্ডের কাউন্সিলর স্বপন নন্দী। উল্লেখ্য, দৌলতপুর রেল ব্রিজের নিচে রাস্তার অবস্থা ভয়ঙ্কর খারাপ হয়ে যাওয়ায় নিত্য দিন দুর্ঘটনা থেকে মুক্তি পাওয়ার জন্য রেলকে শহর তৃণমূল কংগ্রেস কমিটির পক্ষ থেকে বারবার ডেপুটেশন দেয়া সত্ত্বেও রেল কোনো ব্যাবস্থা নেয়নি। এমনকি আরামবাগ রেলওয়ে প্যাসেঞ্জার্স এসোসিয়েশনের পক্ষ থেকেও বারবার লিখিত আবেদন জানানো সত্ত্বেও পূর্ব রেল কর্তৃপক্ষ গুরুত্ব দেয়নি। তাই আজ পূর্ব রেল বিভাগের ডিভিশনাল রেলওয়ে ম্যানেজারকে কাছে পেয়ে অনেকগুলো দাবির মধ্যে অন্যতম তিনটি কাজ যাতে দ্রুত সমাধান হয়, সেই বিষয়ে আবেদন জানান স্বপন নন্দী। গুরুত্বপূর্ণ দাবিগুলো হলো দৌলতপুর ও হোরিপুর রেল ব্রিজের নিচে রাস্তার দ্রুত গতিতে সংস্কার করতে হবে দ্বিতীয়ত, মায়াপুর ও আরামবাগ রেল স্টেশনের মাঝে বলুন্ডিতে হল্ট স্টেশন করা প্রয়োজন, তৃতীয়ত এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় ভাবা দিঘি জটের সমাধান করে কামারপুকুর পর্যন্ত রেলের সংযোগ স্থাপন করা।
দীর্ঘ দিনের এই সমস্যা ভাবা দিঘি সমস্যা সমাধান হলে শুধু কামারপুকুর নয়, বিষ্ণুপুর_ আরামবাগ রেল চালু হতে পারবে। এছাড়াও স্বপন নন্দী আরামবাগ রেল স্টেশনে পশ্চিম দিকে প্লাটফর্মে দ্রুত যাত্রী ছাউনী তৈরী করে দেওয়ারও আবেদন জানান।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published.